বিমান ওড়া শুরু করতেই বিপত্তি। তবে বিমানের নিজস্ব কোন কারণের জন্য নয়, দুই ঈগলের সংঘর্ষে বিমানে আঘাত এবং তার কারণে স্থগিত হলো বিমান যাত্রা। উড়ান ধরার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ। শারজাহগামী এয়ার আরবিয়া বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে দুই ঈগলের। বাধ্য হয়ে বিমানটিকে কোয়েম্বাটরে ফিরে ল্যান্ড নিতে হয়। বিমানের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে একটি ঈগল মারা যায়।
সোমবার কোয়েম্বাটর থেকে শারজাহগামী এয়ার আরবিয়া বিমানটি রানওয়ে দিয়ে টেক-অফ করার কিছুক্ষণের মধ্যেই ঈগল দুটির সঙ্গে ধাক্কা লাগে। বিমানের বাম ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয় ঈগল দুটির। বিমানের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় একটি ঈগল। তড়িঘড়ি বিমানটিকে কোয়েম্বাটরে নামাতে হয়। হুড়মুড়িয়ে যাত্রীরা দেখতে আসে সেই দৃশ্য। বিমানের মধ্যে ছিলেন মত ১৬৪ জন যাত্রী। প্রত্যেকের বেরিয়ে এসেছিলেন দেখার জন্যে। তবে এই প্রথমবার নয়। বিগত সাত বছরে এই নিয়ে ৩ বার কোয়েম্বাটর থেকে উড়ান ধরার পরে পাখির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই প্রথমবার বিমানের সকল যাত্রী নেমে এসেছেন দেখার জন্যে।
মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েম্বাটর বিমানবন্দর পরিচালক এস সেনথিল ভালাভন জানিয়েছেন, বিমানের সঙ্গে পাখিদের সংঘর্ষ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাঁদের তরফ থেকে। যেমন- পাখি তাড়ানোর বন্দুক ব্যবহার করা। আরও বেশি করে উদ্ভিদ রোপণে দৃষ্টি দেওয়া।