নভো এয়ারে নতুন উড়োজাহাজ উদ্বোধন : অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের একাংশ

novo air picবেসরকারি বিমান সংস্থা নভো এয়ার’র অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে; একই সঙ্গে তাদের বিমান বহরে যুক্ত হয়েছে ৬৮ আসন বিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এখন থেকে ঢাকা থেকে সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহীর অভ্যন্তরীণ এই তিনটি রুটে চলবে নভো এয়ারের ফ্লাইট। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভো এয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ছয়-এ উন্নীত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থা নভো এয়ার। অনুষ্ঠানটি কভার করতে সেদিন যেসব সাংবাদিক বিমানবন্দরে যান তাদের একাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.