গুডবাই সানাউল, ওয়েলকাম এহসানুল

Goni-sanaulla20160324160227সিভিল অ্যাভিয়েশনের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী চেয়ার পাচ্ছেন ২৭ মার্চ, রোববার। অন্যদিকে ওই দিনই (২৭ মার্চ, রোববার) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বিদায় নেবেন। বৃহস্পতিবার সিভিল অ্যাভিয়েশন প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় বিদায়ি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “সাংবাদিকদের সঙ্গে আমি কখনো মন থুলে কথা বলতে পারিনি। অনেকে আমার সাক্ষাৎকার চাইলেও আমি দিতে পারিনি, কথা বলতে পারিনি।” -এ জন্য অবশ্য তার ব্যস্ততাকে কারণ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি।

‘কেন মিডিয়াকে এড়িয়ে চলতেন এবং সিভিল অ্যাভিয়েশনের কার্যক্রম দেশবাশীকে জানাতে চাইতেন না’ -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমান বাহিনী থেকে আগত এই কর্মকর্তা বলেন, “যে কোনো কারণেই হোক আমি এটি করতে পারিনি। তবে আমি বলে যাব, নতুন চেয়ারম্যান যেন সাংবাদিকদের সবকিছু শেয়ার করেন।”

তবে সংবাদ সম্মেলনে বিদায়ি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হকের সঙ্গে জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত থাকলেও নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে রাখা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.