৯৫ বছর পুরোনো নিখোঁজ জাহাজের সন্ধান লাভ

ship pic_121331যুক্তরাষ্ট্রে ৯৫ বছর আগে ৫৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া তাদের নৌবাহিনীর একটি জাহাজ সান ফ্রান্সিসকো উপকূলের অদূরে পাওয়া গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে রহস্যজনক ঘটনার অবসান ঘটলো। বুধবার কর্তৃপক্ষ একথা জানায়।

নেভি এবং ন্যাশনাল ওসানিক অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইউএসএস কোনেসটোগা শান্তিকালীন সময়ে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর সর্বশেষ জাহাজ। এটি তাদের একটি টানা জাহাজ ছিল। জাহাজটি ১৯২১ সালের ২৫ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে রওনা হয়ে হাওয়াইয়ের পার্ল হারবারে যাওয়ার পথে নিখোঁজ হয়। ফারালন দ্বীপপুঞ্জের কাছে কর্মরত এনওএএ’র একটি জরিপ দল ২০০৯ সালে ১৮৯ ফুট (৫৮ মিটার) গভীরে প্রাথমিকভাবে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। ২০১৫ সালের অক্টোবর মাসে কোনেসটোগার ধ্বংসাবশেষটি আরো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞদের ধারণা ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য নাবিকরা চেষ্টা করার সময় এটি ডুবে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.