দিল্লিতে বায়ুদূষণের ফলে দেবতাদের মুখে পরানো হলো মাস্ক!

দিল্লিতে বায়ুদূষণের ফলে দেবতাদের মুখে পরানো হলো মাস্ক!

বায়ুদূষণে নাকাল ভারতের দিল্লি। দূষণের মাত্রা ছড়িয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী আসন বারানসিতেও। এ অবস্থায় মুখে মাস্ক ব্যবহার করছেন সেখানকার মানুষ। তবে বাদ যায়নি মন্দিরের দেবতারাও। বায়ুদূষণের প্রভাব থেকে দেবতাদের বাঁচাতে মুখে মাস্ক সেঁটে দিয়েছেন সেখানকার মানুষ।

বারানসির সিগড়াতে অবস্থিত শিব-পার্বতী মন্দিরে এমন ঘটনা ঘটেছে। সেখানে শিব-পার্বতীর মূর্তিসহ ভোলানাথ, দুর্গা, কালী এবং সাঁইবাবার মূর্তির মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজকে মন্দিরের পুরোহিত হরিশ মিশ্র জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষ ও ভক্তদের যৌথ উদ্যোগেই দেবতাদের মুখে মাস্ক পরানো হয়েছে।

তিনি বলেন, ‘বারানসিতে আমরা দেবতাকে মানুষের মতোই ভাবি। গরমে তাদের শরীর ঠাণ্ডা রাখতে চন্দন লেপে দেওয়া হয়। শীতকালে সোয়েটার পরানো হয়। আমারা মনে করি বায়ুদূষণে মানুষ যেমন কষ্ট পাচ্ছেন, দেবতারাও নিশ্চয় কষ্ট পাচ্ছেন। আর সেই কারণেই প্রতিমাদের মুখ মুখোশে ঢেকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বারানসিতে বুধবার বায়ু দূষক সূচক ১২৭ ছাড়িয়েছে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.