৩১১ ভারতীয়কে ফেরত পাঠালো মেক্সিকো

৩১১ ভারতীয়কে ফেরত পাঠালো মেক্সিকো।

মেক্সিকোর অভিবাসী কর্তৃপক্ষ প্রথম দফায় নারী-শিশুসহ ৩১১ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। তাদের কাছে দেশটিতে বসবাসের কোনো বৈধ অনুমতি ছিল না। মেক্সিকো সীমন্তা দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই তারা দেশটিতে গিয়েছিলেন।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত ট্রাম্প প্রশাসনের চাপে পড়েই মেক্সিকো এমন পদক্ষেপ নিচ্ছে। আরও অনেক ভারতীয় দেশটিতে অবৈধ অবস্থান করছেন। যাদের পর্যায়ক্রমে ভারতে ফেরত পাঠানো হবে।

মেক্সিকোর জাতীয় অভিবাসী ইনস্টিটিউট (আইএনএম) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এসব নাগরিকের এখানে বসবাসের অনুমতি ছিল না। তাদেরকে তোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৪৭ বিমানের একটি ফ্লাইটে করে ভারতের রাজধানী দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।

আইএনএম এর ওই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় এসব নাগরিককে দেশটির ওক্সাকা, বাজা ক্যালিফোর্নিয়া, ভেরাক্রুজ, ছিয়াপাস, সোনোরা, মেক্সিকো সিটি, দুরাঙ্গো এবং টাবাস্কো প্রদেশের অভিবাসী কর্তৃপক্ষ আটক করার পর তাদের কাছে হস্তান্তর করে।

গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোকে হুঁশিয়ার করেন যদি তারা দেশের ভেতর অবৈধ অভিবাসী চিহ্নিত করতে অভিযান না চালায় তাহলে দেশটির সকল আমদানী পণ্যে শুল্ক আরোপ করবেন। তারপর দেশটির কর্তৃপক্ষ অবৈধদের চিহ্নিত করতে অভিযান শুরু করে।

মেক্সিকো সীমান্ত হয়েই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অভিবাসী অবৈধভাবে প্রবেশ করে। ট্রাম্প প্রশাসন এই অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকো সীমান্তে অভিযান চালাচ্ছে। বিরোধীদের সমালোচনার মুখে ফেডারেল সরকার ২৩ দিন অচল রেখে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.