পরিচালক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল: মিমি

13491200875_68121424ee_b‘ক্যারিয়ায়ের শুরুর দিকে এক পরিচালক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিলেন’, এমনটাই এক পত্রিকায় লিখেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। গতকাল নারী দিবস উপলক্ষ্যে এক পত্রিকায় এমনটাই লিখেছেন তিনি। শুধু তাই নয়, নারীরা এখনও অবহেলিত এবং প্রাপ্য সম্মান পায় না বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। নারীদের প্রসঙ্গসহ লিখেছেন নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথাও। অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত আসতে হয়েছে তাকে বলেও জানান তিনি। আর এক পর্যায়ে কাস্টিং কাউচের শিকার হতে হয় তাকে। তখনই নাকি এমন অবস্থার সম্মুখীন হন তিনি। তিনি লিখেছেন, আমার প্রথম কাজ ‘চ্যাম্পিয়ন’-এর সময় একটা ফিল্মের অফার পেয়েছিলাম। তখন কাস্টিং কাউচের কবলে পড়েছিলাম। না! কাস্টিং কাউচ বোধহয় বলা যাবে না। সে সময় রিহার্সাল করতে গিয়ে আমার পরিচালক মিসবিহেভ করেছিলেন। একটা নন এসি রুমে রিহার্সাল করতাম। এক দিন দুপুরে হঠাৎই ঘরের জানলা বন্ধ করে দিল। আমি তো ভাবছি, জানলা কেন বন্ধ করল? কোনওদিন তো করে না! আর তার পরই রিহার্সালের নামে মিসবিহেভ করেছিল। তখন এতটা ছোট ছিলাম যে, বুঝতেই পারিনি কী হতে চলেছে। তবে একটা খারাপ কিছু যে হবে, তেমন একটা সিক্স সেন্স কাজ করেছিল। এক মিনিট আসছি বলে পালিয়েছিলাম। আর যাইনি সেখানে’। এখন বিভিন্ন পেশার মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখি। এই লেখাটা যে মেয়েরা পড়বেন বা পড়বেন না সকলকে একটা সতর্ক বার্তা দিতে চাই। একটা মানসিকতা বেশির ভাগের মধ্যেই তৈরি হয়েছে, আই হ্যাভ টু বি আ হিরোইন। আই ক্যান ডু এনিথিং ফর ইট। আসলে মেয়েরা এখন ওভার অ্যাম্বিশাস। এই মানসিকতা হলে ভাল-মন্দ চিন্তা করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। তাই মেয়েদের একটা অনুরোধ, প্লিজ চোখ, কান, নাক, মুখ সব খুলে রেখে কাজ কর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.