প্লেনে মুসলিম যাত্রী থাকায় ফ্লাইট বাতিল

প্লেনে মুসলিম যাত্রী থাকায় ফ্লাইট বাতিল।

বিমানে দুজন মুসলিম যাত্রী থাকায় ফ্লাইট বাতিল করলো মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনস। রাষ্ট্রীয় বিমান সংস্থার এহেন আচরণে আবদের রউফ ও ইসসাম আবদাল্লাহ নামে ওই দুই মুসলিম যাত্রী দেশটির পরিবহন বিভাগের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ করেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মধ্যপ্রাচ্যের ওই দুই নাগরিক শনিবার যুক্তরাষ্ট্রের আলাবামা থেকে ডালাস যাচ্ছিলেন। এ সময় ক্রুরা তাদের বিমান থেকে নামিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে তলব করেন। যদিও পরে পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ ও এফবিআইয়ের তল্লাশিতে তাদের কাছে কিছুই পাওয়া যায়নি। পরে তারা অন্য বিমানে করে গন্তব্যে পৌঁছান।

মুসলিম যাত্রী আবদাল্লাহ বলেন, আমার জীবনের সবচেয়ে এর চেয়ে বেশি অপমানিত আর কখনই হইনি।

আমেরিকান এয়ারলাইনসের মুখপাত্র লাকেশা ব্রাউন বলেন, বিমানটি ক্রু ও অন্য যাত্রীদের আপত্তির কারণে আমরা ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয়েছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.