শ্রীলঙ্কায় পর্যটন আয় বেড়েছে ৩৪ শতাংশ

srilankaএভিয়েশন নিউজ: পর্যটন শিল্পে দ্রুত এগোচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ শ্রীলঙ্কা। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে পর্যটক আসে ছয় লাখ ২৪ হাজার ১৭৮ জন, যা ২০১৩ সালের একই সময়ের চেয়ে ২৬.৫ শতাংশ বেশি।

এ সময় পর্যটনশিল্প থেকে দেশটি আয় করেছে ৮১ কোটি ৪৯ লাখ ডলার, যা এক বছর আগের একই সময়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি। এ ছাড়া শুধু গত মে মাসে এক বছর আগের একই সময়ের তুলনায় পর্যটক আগমনে প্রবৃদ্ধি এসেছে ২০.০৩ শতাংশ। মে মাসে দেশটিতে পর্যটক এসেছে ৯০ হাজার ৪৬ জন।

পর্যটকদের মধ্যে বেশির ভাগই আসে ইউরোপ থেকে। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকেও পর্যটক আগমন হয় এক লাখ ৪৫ হাজার। এ ক্ষেত্রে ভারত থেকে মে মাসে আসে ৬৪ হাজার।শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা নিয়ে আস্থা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা চ্যাপ্টার অব ইনস্টিটিউট অব হসপিটালিটির চেয়ারম্যান রওশন পেরেরা।

তিনি বলেন, ‘দেশে পর্যটনশিল্প দারুণভাবে বিকশিত হচ্ছে। সামনের শীতে পর্যটক আগমনে আরো সাফল্য আসবে। আমরা নিশ্চিতভাবেই সমৃদ্ধ বাজারে অবস্থান করছি। দিন দিন এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। ২০১৩ সালে শ্রীলঙ্কায় পর্যটক আসে ১২ লাখ, যা থেকে আয় হয় ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.