যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৩
৯ আগস্ট, ২০১৯ ৯:৫৩:৩৮ অপরাহ্ণ এই লেখাটি 178 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৩।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি বাড়ির পেছনের দিকের উঠোনে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ জানায়, ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পেনসিলভানিয়ার আপার মোরল্যান্ডে গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার পরপরই এক ইঞ্জিন বিশিষ্ট এই বিমান বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে তারা জানায়, স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনের উঠোনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে পুলিশ এমন খবর পেয়েছে।
আপার মোরল্যান্ড বাহিনী জানায়, ওই বিমানে থাকা তিন যাত্রীর সকলেই নিহত হয়েছে বলে পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের ১৯ বছর বয়সী মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬০ ও ৫৪ বছর।
আপার মোরল্যান্ড পুলিশ প্রধান মিশেল মারফি সাংবাদিকদের বলেন, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও সেখানের কেউ হতাহত হয়নি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাড়ির পেছনের উঠানে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সবশেষ সংবাদ
ফেসবুক লাইক পেজ
সর্বাধিক পঠিত
Aviation News
বার্তা সম্পাদক: জোবায়ের অভি, ঢাকা। ফোন: +৮৮ ০১৬৮৪-৯৬৭৫০৪
ই-মেইল: jobayerovi@gmail.com
-
Editor in Chief: Shahidul M Islam
7120 35th Ave, Jackson Heights, NY 11372. USA
Tel: +1 (212) 470-2303
E-mail: dutimoy@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত: এভিয়েশন নিউজবিডি ডটকম ২০১৪-২০১৮