‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি, শুধু ফটোসেশন করলে কাজ হবে না’

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি, শুধু ফটোসেশন করলে কাজ হবে না’

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই মশা নিধনের নামে ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন না করতে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‌মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখন্ও নিয়ন্ত্রণে আসেনি। বহু মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। অনেকের মৃত্যু হয়েছে। তাই নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাউন্সিলর ও নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের।
এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
বিএনপিকে খুঁজে পাওয়া যেত না মন্তব্য করে তিনি বলেন, তারা শুধু সমালোচনা করতে জানে। কাজের বেলায় নেই। মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল তা খুঁজেও পাওয়া যেত না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.