ডোনাল্ড ট্রাম্পের কাছে পাত্তা পাচ্ছেন না মোদি

ডোনাল্ড ট্রাম্পের কাছে পাত্তা পাচ্ছেন না মোদি।
ফ্রান্সে আগামী আগস্টে জি-৭ রাষ্ট্রগুলোর ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রিত ভারত। যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেপ্টেম্বরে মোদি নিউইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে।

দুটি বহুপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত চেষ্টা করেছিল, দুটি সম্মেলনেই ট্রাম্পের সঙ্গে মোদির পার্শ্ববৈঠক করানোর।

কিন্তু জি ৭-এর পার্শ্ববৈঠকের জন্য সময় চেয়েও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেও মোদি-ট্রাম্প বৈঠক হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক কিছু ঘটনায় দিল্লির কূটনীতিকদের একাংশে আপাতত এ ধারণা তৈরি হয়েছে।

কারণ আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আমেরিকার পাক-নির্ভরতা বাড়ছে। তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নয়াদিল্লি।

কূটনীতিক বিশেষজ্ঞদের অনেকে এও মনে করছেন, অদূর ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্কে অগ্রগতি হলে- তা হবে বাণিজ্য ক্ষেত্রে।

কিন্তু কৌশলগত বিষয়ে আমেরিকাকে কতটা পাশে পাওয়া যাবে, তা নিয়ে সংশয় থাকছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.