‘আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না’

‘আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না’

চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরে ভোগার পর মশা নিয়ে আতঙ্কে আছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু… এটা কি কথা হলো নাকি? আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমি অসুস্থ ছিলাম। এটা সংসদে নিজেই ঘোষণা দিয়েছি। সে অসুখ এখন আর নেই। চোখে যে সমস্যা ছিল, সেটাও চলে গেছে। এখন চশমা ব্যবহার করি। যদিও চশমা লাগে না, তবুও ডাক্তার ব্যবহার করতে বলেছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ওখানে (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে। আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না।
গত ১৩ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দুদিন আগে হাসপাতালে ভর্তি হন অর্থমন্ত্রী। বাজেট দিতে হাসপাতাল থেকে সরাসরি সংসদে গেলেও কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রী তার হয়ে বাজেট উপস্থাপন করেন।
পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও ছিলেন না অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীই সেটা সামলেছিলেন। এরপর আবার সংসদে অর্থবিলও উত্থাপন করেন প্রধানমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.