পাসপোর্ট ছাড়া কাতার ॥ পাইলটসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ

পাসপোর্ট ছাড়া কাতার ॥ পাইলটসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ

কোন ধরনের পাসপোর্ট ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার জন্য বিমান নিয়ে কাতারে যাওয়ার ঘটনায় পাইলট ফজল মাহমুদসহ মোট ১১ জনকে জিজ্ঞাসাবাদ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়সহ গঠিত আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি। রবিবার বিমানের বলাকা ভবনে পৃথক পৃথকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ককপিট কেবিন ক্রু থেকে শুরু করে ইমগ্রেশন কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে এর কারণ খুঁজতে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। সূত্র জানায়, এ সময় পাইলট তদন্ত কমিটির সামনে কোন ধরনের সদুত্তর দিতে না পারায় অনেকটা ভ্যাবাচ্যাগা খেয়ে যান বলে জানা গেছে। কেন পাসপোর্ট ছাড়াই দায়িত্বপ্রাপ্তরা পাইলটকে বিমানে আরোহণ করতে দিলেন, কেন বিমানের নিয়ম মানা হয়নি তার কোন সদুত্তরই পাইলট দিতে সক্ষম হনননি বলে বিমান সূত্রে জানা গেছে।

সূত্রঃ দৈনিক জনকন্ঠ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.