বড় ডিসপ্লের মোবাইলে পপ-আপ সেলফি ক্যামেরা

বড় ডিসপ্লের মোবাইলে পপ-আপ সেলফি ক্যামেরা।

ট্রিপল রিয়ার ক্যামেরার নতুন ফোন আনল চীনের ভিভো। মডেল ভিভো এস ওয়ান। এই ফোনটিতে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহৃত হয়েছে।
৬ জিবি র‌্যামের এই ফোন ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে।

ভিভোর এস সিরিজের এটাই প্রথম স্মার্টফোন। দুটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। ফোনের ভিতরে থাকছে হেলিও পি৭০ চিপসেট।

ফোনটিতে আছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরিভাগে ব্যবহার করা হয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই ক্যামেরা ২৫ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা তিনটি। এগুলো হলো ১২,৮ এবং ৫ মেগাপিক্সেলের।

ভিভোর নতুন এই ফোন অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম ফানটাচ ৯.০ লেয়ার। ব্যাকআপের জন্য ফোনটিতে ২৯৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেকটিভিটির জন্য আছে ফোরজি।

চীনের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ২২৯৮ ইয়েন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.