নিজস্ব প্রযুক্তিতে বানানো যুদ্ধবিমান প্রদর্শন করবে পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে বানানো যুদ্ধবিমান প্রদর্শন করবে পাকিস্তান।

নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান জেএফ১৭ থানডার প্রদর্শন করবে পাকিস্তান। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় দেশটির অর্থমন্ত্রী আসাদ ওমর এ তথ্য দিয়েছেন।-খবর নিউজ পাকিস্তান টেলিভিশনের।

তিনি বলেন, তার দেশে মালয়েশিয়ায় ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রফতানি চুক্তি বাস্তবায়ন করবে।এছাড়াও মালয়েশিয়ার একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে পাকিস্তানকে আহ্বান করা হয়েছে বলে পাক অর্থমন্ত্রী জানিয়েছেন।পাকিস্তান ও মালয়েশিয়া গাড়ি, গোশত, টেলিকম ও পাথর খাতে পাঁচটি খাতে সমঝোতা স্মারক সই করেছে।
আসাদ ওমর বলেন, পাকিস্তান জেএফ১৭ থানডার দ্রুতই প্রদর্শনের আয়োজন করবে। চীনের সহায়তায় নিজস্ব পদ্ধতিতে পাকিস্তান এ যুদ্ধবিমান বানিয়েছে।মালয়েশিয়া ও পাকিস্তান পরস্পরের মাটিতে নিজেদের ব্যাংকের শাখা খোলার ব্যাপারে একমত হয়েছে।

পাক অর্থমন্ত্রী বলেন, পর্যটন শিল্পে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে পাকিস্তান।

বৃহস্পতিবার রাতে তিনদিনের সফরে পাকিস্তানে পা রাখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.