‘বিশ্বের ৫৩টি দেশের সাথে বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে বাংলাদেশের’

বিশ্বের ৫৩টি দেশের সাথে বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে বাংলাদেশের।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৫৩টি দেশের বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে।রবিবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন বিমান সংস্থা বাংলাদেশে বর্তমানে সপ্তাহে মোট ৩২৫টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ভারত ৫৩টি, ইউএই ৭৮টি, মালয়েশিয়া ৪২টি, সিঙ্গাপুর ১৬টি, ভুটান ৪টি, কুয়েত ১২টি, সৌদি আরব ৩১টি, শ্রীলংকা ৭টি, চীন ১৬টি, বাহরাইন ৫টি, আজারবাইজান ৩টি এবং ওমান ৪টি ফ্লাইট পরিচালনা করছে।

মাহবুব আলী বলেন, বেসামরিক বিমান চলাচল চুক্তির আওতায় ফ্রিকুয়েন্সি অনুযায়ী ফ্লাইট চলাচলের ফলে এরোনটিক্যাল ও নন-এরোনটিক্যাল আয় বৃদ্ধি পায়।

তিনি বলেন, এ আয় থেকে কর্তৃপক্ষের সকল ব্যয়, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয়, ঋণ পরিশোধ, সরকারকে প্রদেয় আয়কর, নন-টেক্স রেভিনিউ (এনটিআর) ইত্যাদি নির্বাহ করা হয়। তিনি আরও বলেন, এ সব ফ্লাইট থেকে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের লোকসানের কোন সম্ভাবনা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.