নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে ফিরলেন ৬৬ জন নারী শ্রমিক

নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে ফিরলেন ৬৬ জন নারী শ্রমিক।

নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৬৬ জন নারী শ্রমিক। মঙ্গলবার রাত ৯টা ৪ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তারা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। নির্যাতিতা নারীদের অভিযোগ, শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ ক্যাম্পে।

তাদের মধ্যে একজন বলেন, তারা খাওয়া দাওয়া সবকিছুতে সমস্যা দেয়। দুইজন মেয়েরে কালকে মাইরা ফাটাইয়া ফেলাইছে। কালকে তারা ‘সফর’ থেকে আইছে, সেখান থেকে আইসা তারা দুইজনরে মাইরা রক্ত-মক্ত বাইর কইরা দিছে। ভয়ে কাতর হয়ে গেছে সবাই।

পরে দূতাবাসের সহায়তায় দেশে ফিরে আসেন তারা। এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফেরেন আরো ২৫ নারী। চলতি বছর এ পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৯১ জন নারী শ্রমিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.