‘গত অর্থবছরে বিমানের লোকসান ২০১ কোটি ৪৭ লাখ কোটি টাকা’

বৃহস্পতিবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন,গত অর্থবছরে বিমানে লোকসান হয়েছে ২০১ কোটি ৪৭ লাখ কোটি টাকা।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া ও ভাড়া সংক্রান্ত আইনগত নীতিমালা নেই। এয়ারলাইন্সসমূহ তাদের উড়োজাহাজের আধুনিকতা, সুযোগ-সুবিধা, অপারেটিং কস্ট, ওভারহেড কস্ট, ফুয়েল কস্ট, মেইনটেনেন্স কস্ট এন্ড ইস্টাবলিসমেন্ট কস্ট বিবেচনা করে আইএটিএ ট্রাফিক কনফারেন্স অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে।

আইএটিএ এর এন্টি ট্রাস্ট নীতিমালা অনুযায়ী কোনো এয়ারলাইন্স ভাড়া, ট্যাক্স ও যাত্রী সংখ্যা সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারে না। বিশ্বের অন্যান্য দেশেও এ নিয়মে চলে। ফলে যাত্রী ভাড়া নিধারণের কোনো নীতিমালা আপাতত নেই।

চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২০১৭-১৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় ছিল ৪ হাজার ৯৩১ দশমিক ৬৪ কোটি টাকা। ব্যয় ছিল পাঁচ হাজার ১৩৩ দশমিক ১১ কোটি টাকা। গত বছর বিমানে লোকসানের পরিমাণ ২০১ দশমিক ৪৭ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.