অতিরিক্ত প্লেন ভ্রমণে গায়ের রং কেমন হয়!

অতিরিক্ত প্লেন ভ্রমণে গায়ের রং কেমন হয়!

যাদের সবসময় বিমানে ভ্রমণ করতে হয় তাদের জন্য একটি দুঃসংবাদ দিয়েছে নিউজ ওয়েবসাইট ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমতল থেকে যত বেশি উপরের দিকে যাওয়া যাবে, ততই বাড়বে আলোক রশ্মির তীব্রতা। আর এ কারণেই সূর্যের তেজরশ্মিতে শরীরের চামড়ার উপর ট্যান তৈরি করার সম্ভাবনাও বেড়ে যায়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সমতল থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় ইউভি (UV) রে যতটা ক্ষতিকারক হয়, সমতলে তেমনটা একেবারেই নয়। সমতলে ইউভি (UV) লেভেল যতটা হয়, ৩০ হাজার ফুটে হয় তার দ্বিগুণ। প্রত্যেক ৩ হাজার ফুট উচ্চতায় ১৫ শতাংশ করে বাড়তে থাকে ইউভি (UV) লেভেল, যা মানুষের চামড়ার জন্য ক্ষতিকর।

উড়োজাহাজের জানালা ইউভি (UV) প্রোটেক্টর যুক্ত হয় না। শুধু কেবিন উইন্ডোই ইউভি (UV) প্রোটেক্ট করতে পারে। যেজন্য যাত্রীদের ওপর ইউভি (UV)-রে’র ক্ষতিকারক প্রভাব বিস্তারের সম্ভাবনাও থাকে বেশি। যদি দীর্ঘ সময় ধরে বিমানের জানালা সংলগ্ন সিটে কেউ বসে থাকেন তাহলে তার চামড়ায় ট্যান পড়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় বিমানে চড়ার সময় সানস্ক্রিন ব্যবহার করা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.