যে কারণে প্রথম দিনে ফ্লপ শাহরুখের ‘জিরো’

যে কারণে প্রথম দিনে ফ্লপ শাহরুখের ‘জিরো’

বামন শাহরুখ খানকে দেখতে বছরজুড়ে মুখিয়ে ছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা।
পোস্টার, টিজার ও ট্রেলারেও মুগ্ধ করেছিল বামুন শাহরুখের জিরো।
কিন্ত সিনেমা মুক্তি পেতেই বদলে গেছে পারিপার্শ্বিকতা। জিরোকে বলা হচ্ছে-আনন্দ এল রাইয়ের এযাবতকালের সবচেয়ে দুর্বল কাজ হিসেবে।
গত শুক্রবার ৪ হাজার ৩৮০টি স্ক্রিনে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত ‘জিরো’ সিনেমাটি। তবে এ পর্যন্ত রেকর্ড যা বলছে, জিরো দিয়ে হিরো হতে পারলেন না শাহরুখ খান।
মুক্তির প্রথম দিন সিনেমাটি প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। বক্স অফিসে একদিনে ছবিটি আয় করেছে মাত্র ২০ কোটি ১৪ লাখ রুপি।
এ আয় কিং খানের বিগত পরিসংখ্যানের তুলনায় খুব কম।
হল থেকে বেরিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
সিনেমাটি দেখে রিভিউ লিখেছেন কয়েকজন ভারতীয় তরুণ। তারা একবাক্যে লিখেছেন- ‘FIASCO!’ (ফিয়াসকো) যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায়-চরম ব্যর্থতা।
সিনেমাটির বিরতি পর্যন্ত সহ্য করা গেলেও এর পরের অংশটুকু ভীষণ বোরিং বলেই দাবি করেছেন ভারতীয় সমালোচকরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের রিভিউতে বলেছে-‘কৃত্রিম হিরোগিরিতে ছবি ‘জিরো’ হয়েই থেকে গেল!’
তবে ছবিতে শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছে বরাবরের মতোই। প্রশংসিত হয়েছেন আনুশকা ও ক্যাটরিনা কাইফও।
রেড চিলিজের ভিএফএক্সও টিমও প্রশংসা কুড়িয়েছেন অনেক।
চার ফুটের বামন শাহরুখকে পর্দায় দারুণভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটি দৃশ্যে। এমনটিই জানিয়েছেন সিনেপ্রেমীরা।
তবে জিরোর অভিষেক কেন, এমন হতাশাজনক সে বিশ্লেষণ করেছেন বলি সিনেবোদ্ধারা।
তাদের মতে, সিনেমাটি বক্স অফিসে প্রথম দিনে আশানুরূপ ফল না আনতে পারার মূল কারণ এর দুর্বল চিত্রনাট্য।
সে কারণে চিত্রনাট্যকার হিমাংশু শর্মাকেই দুষেছেন সমালোচকরা৷
তারা বলছেন, ছবির ক্লাইম্যাক্সে মহাশূন্যে ভ্রমণের অংশটি একেবারেই অপ্রয়োজনীয় মনে হয়েছে দর্শকদের।
ভারতের উত্তরপ্রদেশের ছোট শহর মিরাটে শুরু হওয়া গল্পকে মঙ্গলগ্রহে নেয়ার কোনো দরকার ছিল না বলে মত দিয়েছেন তারা।
ছবিটির প্রযোজনা সংস্থার প্রত্যাশা ছিল-প্রথম দিন ‘জিরো’ কমপক্ষে ৩০ কোটি রুপি ঘরে তুলে নেবে।
তবে সে আশায় গুঁড়েবালি হলেও রোববার (২৩ ডিসেম্বর) ছুটির দিন এবং মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সিনেমাটির ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।
প্রসঙ্গত আনন্দ এল রাই পরিচালিত জিরো সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.