বিক্রি হলো হিটলারের সেই ‘গণ-বিধ্বংসী টেলিফোন’

Hitlar-telephoness20170220175517দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এডলফ হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন নিলামে প্রায় আড়াই লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরে অনুষ্ঠিত নিলামে নাৎসি নেতার এই লাল ফোনটি বিক্রি হয়।

তবে হিটলারের সেই লাল ফোনের ক্রেতার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সরাসরি নয় বরং ফোনেই তিনি এই টেলিফোনটির দাম হাঁকিয়েছিলেন। হিটলারের টেলিফোনটির নিলাম শুরু হয় এক লাখ ডলার দিয়ে। ফোনটির গায়ে এডলফ হিটলারের নাম খোদাই করে লেখা। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে এই ফোনটি পাওয়া যায়।

জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সৈন্যরা সুভ্যেনির হিসেবে এই ফোনটি তুলে দেন ব্রিটিশ কর্মকর্তা স্যার রাল্ফ রেইনারের কাছে। আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন এই ফোনটি নিলামে বিক্রি করেছে।

এই অকশন হাউজের কর্মকর্তারা বলছেন, ফোনটি ছিল ‘গণ-বিধ্বংসী মারণাস্ত্র’। কারণ এডলফ হিটলার এটি ব্যবহার করতেন। এই ফোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দেওয়া নির্দেশে বহু মানুষকে হত্যা করা হয়।

তবে ফোনটি যতো দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিলো শেষ পর্যন্ত তারচেয়েও কম দামে বিক্রি হয়েছে।

এছাড়াও নিলামে হিটলারের মালিকানাধীন অ্যালসেশিয়ান কুকুরের একটি মূর্তিও বিক্রি হয়েছে। মূর্তিটি পোরসালিনের তৈরি। দাম উঠেছে প্রায় ২৫ হাজার ডলার। তবে এটি কিনেছেন অন্য এক ব্যক্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.