রানা প্লাজায় নিহতদের স্মরণে নিউইয়র্ক প্রবাসী কবি মিশুক সেলিমের কবিতা…

রানা প্লাজা
মিশুক সেলিম
মধ্য রাত, দুঃস্বপ্ন দেখছি, নারীর কণ্ঠ!
হ্যা, অজ্ঞাত কোন নারীর কণ্ঠ, …
চিৎকার করে বলছে-
ফিরিয়ে দাও, জীবিত অথবা মৃত লাশ।
সেকি হাহাকার, সেকি আহাজারী, তারপর ধুলোময় পৃথিবী।
স্বজন হারাদের বুক ফাটা আর্তনাদ,
ধ্বংস স্তুপের নিচে বিপন্ন মানবতা, দুমরে পরে আছে।
তানিয়ার মর্মস্পর্শী আকুতি, অক্সিজেন দাও, অক্সিজেন দাও।
অন্ধকার মৃত্যুকূপে জন্ম নেয়া নিষ্পাপ শিশুর জিজ্ঞাসা
ওটা কার লাশ?
নারীর নিথর দেহ, অন্তঃসত্ত্বা কিশোরী কাঞ্চনের লাশ
সুড়ঙ্গ থেকে ভেসে আসা নবজাতকের কান্না,
কেবলী আমার হৃদয় ভেঙ্গেছে।
অ্যাম্বুলেন্স এর সাইরেনে , আমার ঘুম ভেঙে যায়।
নিজের অস্তীত্ব টের পাই,নিজেকে আবিষ্কার করি,
নয় তলা রানা প্লাজার, তৃতীয় তলায়, ফিতা হাতে।
বৈদেশীক মুদ্রা অর্জনকারী আমার দুটি নিস্তেজ হাত
দ্রুত নিয়ে নেয় ঘরের দৈর্ঘ্য প্রস্থের মাপ
সেকি! এতো দেড় হাত বাই সাড়ে তিন হাত।
Mishuque Selim
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.