যুক্তরাষ্ট্রে ৪ লাখের বেশি বাংলাদেশি তুষার ঝড়ে বন্দী

1486666867বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর থেকে যুক্তরাষ্ট্রে তুষার ঝড় শুরু হয়েছে।
তুষার ঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। দেশটির নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেটিকাট ও রোড আইল্যান্ডের বাসিন্দাদের ভোগান্তি চরমে। যার মধ্যে রয়েছে বাংলাদেশিরাও। এসব এলাকায় প্রায় ২৮ লাখ আমেরিকানের বসবাস। এর মধ্যে রয়েছে প্রায় চার লাখ বাংলাদেশি।

ভোর থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫৫ মাইল বেগে এ তুষার ঝড় বয়ে যায়। কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের এ অঞ্চলগুলো। ফলে এলাকাগুলো সড়ক, রেল যোগাযোগ বন্ধ হয়েছে। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট।
তুষার ঝড়ের কারণে সন্ধ্যায় বিশেষ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.