ডুয়াল ক্যামেরা সেটআপে বাজারে আসবে শাওমি মি নোট ২

xiaomiমি নোট ২ স্মার্টফোনের জন্য নতুন টিজার ট্রেইলার প্রকাশ করেছে শাওমি। টিজারে স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপে আসবে বলে নিশ্চিত হওয়া গেছে। চীনা ওয়েবসাইট উইবো’তে পোস্ট হওয়া টিজারটি প্লেফুলড্রয়েড দেখতে পায়। ফোনটির ক্যামেরা সেন্সর আইফোন ৭ প্লাসের মতো উপরে বাম পাশে বিদ্যমান।

অনলাইনে প্রকাশ হওয়া গুজব অনুযায়ী, মি নোট ২ স্মার্টফোনে ৮২১ সিস্টেম অন চিপ আছে। ৫.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লেসহ ফোনটি ৬জিবি র‌্যাম/৬৪জিবি এবং ৮জিবি র‌্যাম/২৫৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজে বাজারে আসবে। মি নোট ২ স্মার্টফোনটিতে দ্রুত চার্জিংয়ের জন্য কুইকচার্জ ৩.০ থাকবে। তাছাড়া ফ্রন্ট হোম বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে। মেটাল ইউনিবডি ডিজাইনের ফোনটিতে আলাদা মেমোরি সাপোর্ট থাকবে না।

তাছাড়া অনলাইনে ফাঁস হওয়া আগের তথ্য অনুযায়ী, মি নোট ২ স্মার্টফোনে কোয়াড-এইচডি রেজ্যুলেশনসহ ডুয়াল কার্ভড ডিসপ্লে আছে। সংবাদমাধ্যম ফোনরাডারের প্রতিবেদন অনুযায়ী, ফোনটি ফুল এইচডি রেজ্যুলেশনসহ ফ্লাট স্ক্রিন ভ্যারিয়েন্টেও বাজারে আসবে। প্রতিবেদনে বলা হয়, মি নোট ২ ৬৪জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ৩৭৫ ও ৫০০ মার্কিন ডলার। স্মার্টফোনটি অক্টোবরে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.