নতুন নিরাপত্তা ফিচার আসছে জিমেলে

1470990723ইমেল যোগাযোগকে আরও ভালো ও নিরাপদ করতে জিমেল-এর জন্য নতুন এক নিরাপত্তা ফিচার উন্মোচন করছে গুগল। শিগগিরই ফিচারটি জিমেল-এর ওয়েব ও অ্যান্ড্রয়েড সংস্করণে যুক্ত হবে। এর মাধ্যমে অনির্ভরযোগ্য ইমেল আসলে ব্যবহারকারীদের সতর্ক করবে জিমেল।

এছাড়া ক্ষতিকর ওয়েবসাইট ভিজিট করলে ব্যবহারকারীর জিমেলে নতুন ফিচারটির সাহায্যে সতর্কতামূলক মেসেজ পাঠাবে গুগল।

চলতি বছরের মার্চ মাসে সেফ ব্রাউজিং প্রটেকশন ফিচার চালু করে গুগল। নতুন ফিচারটি ওই ফিচারের এক্সটেনশন হিসেবে আনা হচ্ছে।

এর আগে ফেব্রুয়ারিতে জিমেলিফাই নামে একটি ফিচার আনে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। হটমেইল বা ইয়াহু মেইল ব্যবহারকারীদের জিমেইল ব্যবহারের সুযোগ দিতে ওই ফিচার আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.