‘প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস করা হবে’

Hasina61461479157প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস করা হবে। এ ছাড়া ই-পাসপোর্ট তৈরির পরিকল্পনাও করেছে সরকার।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৬ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পাসপোর্ট ও ইমিগ্রেশন সেক্টরকে আরো আধুনিক সেক্টরে পরিণত করতে চাই। আমাদের সরকার পাসপোর্ট সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়।’

তিনি বলেন, ‘উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আর আমরা যে পারি তা বিশ্বকে দেখিয়েছি। অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত তখন আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছি। এখন তা ৭ শতাংশে উন্নীত হয়েছে। এই উন্নতির ধারাবাহিকতায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হবে।’

তিনি বলেন, ‘এই দেশটা আমাদের। আমরা এই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.