শাহ আমানত বিমানবন্দরে পৌনে ১ কেজি স্বর্ণ জব্দ!

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ১ কেজি স্বর্ণ জব্দ!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট ফেরত এক বিমান যাত্রীর কাছ থেকে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই যাত্রীর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।

শুক্রবার সকাল পৌনে ৯টায় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স ৭২৪) ফ্লাইটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাহিদুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মাহমুদ খান জানান, মাসকাট ফেরত যাত্রী জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তা পাওয়া যায়। পরে সেটি বের করে তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম অবৈধভাবে স্বর্ণ আনার কথা স্বীকার করেছে। হামানদিস্তার তলায় গোলাকৃতির একটি এবং দণ্ডের মধ্যে লুকানো দণ্ডাকৃতির একটি স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণবারের ওজন ৬৯৮ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.