শনির চাঁদে মেঘ ছাড়াই বৃষ্টি!

শনির চাঁদে মেঘ ছাড়াই বৃষ্টি!

টাইটানের উত্তর মেরুতে মেঘ ছাড়াই বৃষ্টি হচ্ছে। তবে কীভাবে, তা বুঝতে পারছেন না জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার ‘ক্যাসিনি’ মহাকাশযানের পাঠানো ছবি ও তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি এই খবর জানা গেছে। এই সৌরমণ্ডলের আর কোনো চাঁদেই এর আগে গ্রীষ্মে বৃষ্টি পড়তে দেখা যায়নি। শনির চাঁদের উত্তর মেরুতে ওই বৃষ্টির পরেই শীত মওসুম বিদায় নিয়ে পুরোপুরি গরম পড়ে।

ক্যাসিনি’র পাঠানো তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণাপত্র ছেপেছে মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’। ইডাহো বিশ্ববিদ্যালয়ের অনাবাসী ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী রজনী ধিংড়া এর মূল গবেষক।
তবে সেই বৃষ্টিতে ছিল না পানির ছোঁয়া, ছিল তরল মিথেন। কিন্তু আকাশের ঠিক কোথা থেকে এবং কেন এই তরল মিথেন ঝরেছে তা জানাতে পারেনি নাসা।

তিনি জানান, তারা দেখেছেন, পৃথিবীর চেয়ে অনেক কম পরিমাণে বৃষ্টি হয় টাইটানে। টানা ১৩ বছর শনি আর তার চাঁদ টাইটানের ওপর নজর রেখেছিল ক্যাসিনি মহাকাশযান। কিন্তু বড়জোর ৭/৮ বার তার নজরে পড়েছিল টাইটানের বৃষ্টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.