মমতা রাজি না থাকলেও কেন্দ্রের সিদ্ধান্তে রফা হবে তিস্তা ইস্যুর

momota-BG20170404135430হাসিনা-মোদি শীর্ষ বৈঠকে রফা হবে তিস্তার পানি বণ্টন। ৮ এপ্রিল বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তির রূপরেখা ও দিনক্ষণ চূড়ান্ত করা হবে। যেটা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে পারলে। আর তা না হলে কেন্দ্র এককভাবে চুক্তির বিষয়টি চূড়ান্ত করবে।

দিল্লি এর আগে চাইছিল না মমতাকে বাদ দিয়ে কিছু করতে। এজন্য তাকে ঢের সময় দেওয়া হয়েছে। দিল্লির মনোভাব বুঝতে পেরে মমতা এখন অনেকটাই নরম। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও এজন্য উদ্যোগী হয়েছেন। শেখ হাসিনার সম্মানে তিনি যে ভোজ আয়োজন করেছেন সেখানে যেন অতি অবশ্যই যোগ দেন মমতা, ফোনে এমন অনুরোধ রাষ্ট্রপতির। মমতা যোগ দিলে বহু সময় পর সামনা-সামনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবাংলাদেশও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। শীর্ষ কূটনীতিকরা দফায় দফায় মমতার সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে যেতে অনুরোধ করছেন। মমতা নিমরাজি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.