ব্যস্ততা উপভোগ করছি : উর্মিলা

urmilaঈদের জন্য নির্মিত একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন উর্মিলা শ্রাবন্তী কর। ইতিমধ্যে প্রায় হাফ ডজন নাটকের শুটিং শেষ করেছেন। শুটিং শেষ করা নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দ্য লাস্ট চ্যাপ্টার’, ‘নাম কী’, ‘ক-তে কাজী’, ‘ছবি’, ‘বিড়াল বিড়ম্বনা’, ‘বাইসাইকেল ভালোবাসা’, ‘এসেছিলে তবু আসোনি’ ইত্যাদি। এ ছাড়া একাধিক নাটকের শিডিউল দেয়া আছে বলেও জানিয়েছেন উর্মিলা। এবারের দেশের প্রায় সবক’টি চ্যানেলেই দেখা মিলবে তার অভিনীত নাটক। সম্প্রতি যুগান্তরকে এমন কথাই জানালেন এ তারকা। সবমিলিয়ে বিশটির মতো নাটক প্রচার হবে বলে নিশ্চিত করেন তিনি। এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘আগামী ঈদে আমার অনেকগুলো নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এর মধ্যে ৪ ও ৬ পর্বের বিশেষ ধারাবাহিকও দেখতে পাবেন দর্শকরা।’ ঈদ উপলক্ষে এত সংখ্যক নাটকে অভিনয় করছেন, এতে নাটকে মানের বিষয়টা কীভাবে ঠিক রাখছেন? এমন প্রশ্নের জবাবে উর্মিলা বলেন, ‘নাটকের সংখ্যা বেশি হলেও মানের দিক থেকে কখনও আপস করিনি। দর্শক সমালোচনার মুখে পড়বে এমন গল্পে অভিনয় করিনি। প্রত্যেকটি নাটকে কাজের আগে স্ক্রিপ্ট নির্বাচনে চুজি ছিলাম এবং গল্পেও মনোযোগী হয়েছি।’ ঈদ নাটকের এ ব্যস্ততা কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজের প্রতি ভালোবাসা থাকলে কোনো কাজেই বিরক্তি আসে না। আর অভিনয় হল আমার ভালোবাসার জায়গা তাই এ ক্ষেত্রে কাজের চাপ থাকলেও নিজের মধ্যে কখনও বিরক্ত আসে না বরং ব্যস্ততা উপভোগ করছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.