বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ ক্রয়ে পুনর্বিবেচনা করবে ফ্লাই-এডিল

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ ক্রয়ে পুনর্বিবেচনা করবে ফ্লাই-এডিল।

বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় এটি কেনার বিষয়টি পুনর্বিবেচনা করবে সৌদি আরবের কম খরচের এয়ারলাইনস ফ্লাই এডিল। এ বিষয়ে চলমান তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ উড়োজাহাজ কেনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সংস্থাটি জানিয়েছে। এছাড়া ফ্লাই দুবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে। আরও অনেক এয়ারলাইনসের বিকল্প খোঁজার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। খবর: রয়টার্স।
ফ্লাইএডিলের সিইও কন করফিয়াতিস বলেছেন, ‘এ মুহূর্তে আমরা এ বিষয়টি স্থগিত রাখছি। এ ব্যাপারটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
গত ডিসেম্বরে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের ৩০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল ফ্লাইএডিল। এছাড়া আরও ২০টি কেনা হতে পারে বলে জানানো হয়েছিল। এ ক্রয়াদেশ প্রায় ৫৯০ কোটি ডলারের বলে তখন জানিয়েছিল বোয়িং।
কম খরচের এয়ারলাইনস ফ্লাইএডিল ২০১৭ সালে যাত্রা শুরু করে। এর মালিকানা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া)। এয়ারবাসের এ-৩২০ নিও’র পরিবর্তে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।
এছাড়া ফ্লাই দুবাই জানিয়েছে, বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স-৮ এখনও তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে। এটি তাদের দীর্ঘদিনের সম্পর্কের কারণে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ মডেলের সবচেয়ে বড় ক্রেতা ফ্লাই দুবাই ২৫০টি ম্যাক্স উড়োজাহাজ ক্রয়াদেশ দিয়েছে। বর্তমানে সংস্থাটির বহরে এ ধরনের ১৩টি উড়োজাহাজ রয়েছে।
এর আগে আগামী মে পর্যন্ত বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ থাকতে পারে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর আগে ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ দিয়ে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.