ফের অভিনয়ে তমালিকা কর্মকার

ফের অভিনয়ে তমালিকা কর্মকার।

স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য গত বছরের শেষ ভাগে দেশ ছেড়েছিলেন অভিনেত্রী তমালিকা কর্মকার।

৬ মাস পর সম্প্রতি দেশে ফিরেছেন এ অভিনেত্রী। দেশে এসেই আবারও অভিনয়ে ফিরলেন তিনি। নারী দিবসে প্রচারের লক্ষ্যে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। ইফফাত আরেফিন মাহমুদ তন্বীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটির নাম ‘ওপারে দিগন্ত’।
নাটকটিতে তিনি একজন ডিভোর্সি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে তমালিকা বলেন, ‘অভিনয় ছাড়া এ জীবনে আর অন্য কোনো কাজ করিনি। তাই নাটকটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ায় আর দেরি করিনি। এ নাটকের গল্প অনেক সুন্দর। ভালো গল্পের নাটক হলে আমি সব সময়ই অভিনয় করি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে সেই অর্থে ভালো গল্পের নাটকের সংখ্যা খুব কম। আর আমার মনে হয়, সিনিয়র শিল্পীদের নাটকে তুলনামূলক কম ব্যবহার করা হয়। ভালো গল্পের নাটকেরও সংকট রয়েছে। সব মিলিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে বলে মনে হয় না। তারপরও আমি আশাবাদী সংশ্লিষ্টরা এ নিয়ে ভাববেন এবং এ থেকে উত্তরণের পথ তৈরি করবেন।’
অন্যদিকে তমালিকা পরিবারের সদস্যদের নিয়ে অবকাশযাপন করছেন বরিশালে। আরও কয়েকটি নাটকে তার অভিনয়ের কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.