ড্রোন ওড়ায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট স্থগিত

ড্রোন ওড়ায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট স্থগিত।

বিমানবন্দরের কাছ দিয়ে ড্রোন উড়ে যাওয়ায় বেশকিছু সময় ফ্লাইট স্থগিত রাখার ঘটনা ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গতকাল সকালে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটির কাছে একটি ড্রোন উড়তে দেখা যায়। খবর আল জাজিরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক ড্রোন উড্ডয়নের কারণে গতকাল স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়। পরবর্তীতে আবার ফ্লাইট চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগেও সন্দেহজনক ড্রোনের গতিবিধির কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট স্থগিতের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী টুইটারে জানান, ড্রোন ওড়ার কারণে দুবাই বিমানবন্দর অচল হয়ে পড়েছে। হাজার হাজার যাত্রী বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় রয়েছেন।
সাম্প্রতিক সময়ে বিমান পরিবহন শিল্পের জন্য ড্রোন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত বছর বড়দিনের আগে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরকে ড্রোনের সমস্যায় পড়তে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.