কেবিন ক্রু নিচ্ছে নভোএয়ার

novoair-md-m120161113121336আকাশে উড়ার স্বপ্ন যাদের, কেবিন ক্রু হতে পারে তাদের জন্য আকর্ষণীয় পেশা। সম্প্রতি কেবিন ক্রু পদে তরুণদের চাকরির সুযোগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার লিমিটেড। জেনে নিন বিস্তারিত-

যোগ্যতা:
কেবিন ক্রু হতে চাইলে কমপক্ষে এইচএসসি বা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৮ সেন্টিমিটার এবং নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৮ সেন্টিমিটার থাকতে হবে। ওজন বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে। থাকতে হবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শীতা।

আবেদনের নিয়ম:
আগ্রহীরা নভোএয়ারের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তিন কপি থ্রিআর সাইজের ছবি সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে ‘নভোএয়ার লিমিটেড, হাউস নং- ৫০, রোড নং- ১১, ব্লক এফ, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৮ মার্চ ২০১৭।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.